Human eyes :grate camera of human's eyes/মানুষের চোখ হলো সবথেকে বড় ক্যামেরা।
![]() |
Humans eyes |
মানুষের ব্রেন কত GB হয়।
দিনরাত তো কোন ফোনের ক্যামেরা কত মেগাপিক্সেল তানিয়েই মেতে আছি। ৮ থেকে ৪১ মেগাপিক্সেল ক্যামেরার ফোন বাজারে এসেছে। কিন্তু একবার ভাবে দেখছেন যে ,আপনার কাছে রয়েছে সর্ব শক্তিমান ক্যামেরা !
একটি ছবিকে সফটওয়ারের মাধ্যমে বড়ো বা জুম্ করতে থাকলে ছবিটির মধ্যে অবশেষে অসংখ্য চারকোনা আকৃতির টুকরো দেখা যায়। একে ছবির আয়তনের একক বলা হয়। একটি ছবিতে যদি এমন ১০ লক্ষ টুকরো থাকে তাহলে সাটিকে এক মেগাপিক্সেল বলা হয়।
স্থির অবস্থায় মানুষের চোখ কত মেগাপিক্সেল হয়।
আমাদের চোখ দিয়ে যদি ছবি তোলা যায় আর সেই ছবিটি যদি জুম্ করা হয় তাহলে এমন ৫৭ কোটি ৫০ লক্ষ টুকরো দেখা যাবে। যেখানে ৪১ মেগাপিক্সেল ক্যামেরার ছবি জুম্ করলে মাত্র ৪ কোটি ১০ লক্ষ এমন টুকরো দেখা যায়। অর্থাৎ আমাদের চোখের তোলা ছবির থেকে ১৪ ভাগের একভাগ চাবি ধারণ করতে সক্ষম ৪১ মেগাপিক্সেল ক্যামেরা। স্থির দৃষ্টিতে একটি স্থির চিত্র হিসাবে মানুষের চোখ ৫৭৬ মেগাপিক্সেল ছবি গ্রহণ করতে পারে।বন্ধ হচ্ছে হোয়াটস্যাপের ব্যাক্তিগত চ্যাটের স্কিনশট।
0 Comments