About Me

Digital marketing:discussion about promotion and expension.

ডিজিটাল মার্কেটিং :প্রচার এবং প্রসার সম্পর্কে বিস্তারিত আলোচনা।

 promotion and expension.about digital marketing
 promotion and expension.

প্রচার এবং প্রসার শব্দ দুটি মার্কেটিং-এর সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িত। কারণ প্রসার হলেই মার্কেটিং সফল হলো বলা যায়। প্রচারের মাধ্যমে প্রসার ঘটে। আবার বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার করা হয়।

প্রচার এবং প্রসার মানে কি ?

বিজ্ঞাপন এবং প্রচার শব্দ দুটিকে একইরকম মনে হলেও আসলে দুটি বিষয় সম্পূর্ণ আলাদা।
যখন নির্দিষ্ট বিষয়ের ওপর ভিত্তি করে কিছু বক্তব্য প্রস্তুত করা হয় তখন সাটিকে বিজ্ঞাপন বলা হয়। সেই বিজ্ঞাপন গুলি যদি জনসংযোগ বাড়ানোর জন্য কাজে  লাগানো হয় তখন তাকে প্রচার বলা হয়।
প্রসার :-
প্রচারের মাধ্যমে তুলে ধরা বিষয় মানুষ যদি গ্রহণ করে তখন তাকে প্রচারের মাধ্যমে প্রসার হলো বলা হয়ে থাকে।

প্রচারের থেকে প্রসার কম হলে মনে রাখবেন আপনি যা প্রচার করছেন মানুষ তা গ্রহণ করছে না। সেটা হতে পারে প্রসার অতিরিক্ত হওয়ার কারণে। তাই প্রচার করার সময় মার্কেটের পরিস্থিতি এবং প্রচারের বিষয় অনুকূল হলে খুব দ্রুত ফলাফল পাওয়া যায়.

ডিজিটাল মার্কেটিং-এর মাধ্যমগুলি কি কি ?

মার্কেটিং মানেই জনসংযোগ বাড়ানো। আধুনিক চলমান যুগে দাঁড়িয়ে আমরা সবাই মোবাইল এবং কম্পিউটার ব্যবহার করে আমাদের চলমান জীবনযাত্রাকে আরো সহজ করে তুলেছি এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধমের সঙ্গে যুক্ত হয়ে চলেছি। তাই মার্কেটিংয়ের জন্য আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাতে পারি যেটাকে ডিজিটাল মার্কেটিং বলা হয়ে থাকে। যেমন -ফেইসবুক মার্কেটিং ,হোয়াটস্যাপ মার্কেটিং, টুইটার মার্কেটিং,ইনস্টাগ্রাম মার্কেটিং ইত্যাদি।  

Post a Comment

0 Comments