How To Buy And Sell Digital Gold/কিভাবে ডিজিটাল সোনা কেনা বেচা করবেন ?
![]() |
buy and sell digital gold |
ডিজিটাল মার্কেটিং সম্পর্কে শিখুন।
কিভাবে পেটিএমের মাধ্যমে ডিজিটাল সোনা কিনবেন ?
১/ প্রথমে পেটিএম এপ্লিকেশন ওপেন করুন।
২/ গোল্ড অপশনে ক্লিক করুন।
৩/ গোল্ড অপশনে ক্লিক করার পর প্রতিদিনের ২৪ ক্যারেট সোনার দর দাম দেখতে পাবে ,তার নিচে দুটি অপসন দেখতে পাবেন Buy in amount এবং Buy in grams যেকোনো একটি সিলেক্ট করে নিন।
৪/ তার নিচে Enter Amount/Enter Grams অপসন দেখতে পাবেন।
৫/ যদি amount-এ কিনতে চান তাহলে এমাউন্ট টাইপ করুন এবং যদি গ্রামস -এ কিনতে চান তাহলে গ্রাম টাইপ করুন।
৬/ এরপর নিচের Buy Gold অপশনের ওপর ক্লিক করুন এবং ডিজিটাল গোল্ড কেনা সম্পন্ন করুন।
৭/ আপনি যা সোনা কিনলেন তার মেসেজ আপনার রেজিস্টার্ড ইমেইল আইডি এবং মোবাইল নম্বরে পাবেন।
নেটওয়ার্ক মার্কেটিং শিখুন।
নেটওয়ার্ক মার্কেটিং শিখুন।
কিভাবে বিক্রি করবেন ?
১/ প্রথমে পেটিএম অপ্প্লিকেশনটি ওপেন করুন।
২/ গোল্ড অপশনে ক্লিক করুন।
৩/ এরপর ওপরের আইকন থেকে Sell বাটনে ক্লিক করুন।
৪/ এইখানে আপনার সঞ্চিত সোনার পরিমান দেখতে পাবেন।
৫/ তার নিচে Sell in amount /Sell in Grams অপশন সিলেক্ট করে নিন।
৬/ এরপর যদি Amount -এ সেল করেন তাহলে amount টাইপ করুন এবং যদি Grams -এ সেল করতে চান তাহলে Grams টাইপ করুন।
৭/ টাইপ করার পর Proceed বাটনে ক্লিক করুন।
৮/ এরপর Account Number ,Confirm Account Number ,Holder Name এবং IFSC কোড টাইপ করুন।
৯/ এরপর Proceed to sell বাটনে ক্লিক করে সোনা বিক্ক্রি সম্পন্ন করুন।
১০/ এরপর বিক্রি করা সোনার টাকা নির্ধারিত ব্যাংকে টাকা রিসিভ হয়ে যাবে এরপর রেজিস্টার্ড ইমেইল এবং মোবাইল নম্বরে মেসেজ চলে যাবে।
0 Comments