How To Increase Instagram Followers/কিভাবে ইনস্টাগ্রাম ফলোয়ার্স বৃদ্ধি করবেন।
![]() |
Increase Instagram followers |
১/ প্রথমে ইনস্টাগ্রামে একটি একাউন্ট তৈরী করুন। যদি মোবাইল থেকে করতে চান ইনস্টাগ্রামের এপ্লিকেশন ইনস্টল করে সাইন-আপ করতে পারেন অথবা যেকোনো ব্রাউজার থেকেও সাইন-আপ করে নিতে পারেন।
২/ যদি আপনার একাউন্ট বিজনেস একাউন্ট হয়ে থাকে তাহলে অব্যশই পাবলিক একাউন্টে পরিবর্তন করে নিন। পরিবর্তন করার জন্য প্রথমে নিচের দিকে মানুষের ছায়া ছবি আইকনে ক্লিক করুন। এরপর থ্রী লাইন অপশনে ক্লিক করুন। এইবার নিচের দিকে দেখতে পাবেন সেটিং অপসন রয়েছে সেটিং অপশনে ক্লিক করুন। এরপর অনেকগুলি অপসন দেখতে পাবেন সেখান থেকে একাউন্ট অপশনে ক্লিক করুন। এখন নিচের দিকে দেখুন সুইচ একাউন্ট অপসন দেখতে পাবেন। এই অপশনে ক্লিক করে পাবলিক একাউন্ট করে নিন।
৩/ ফলোয়ার্স বাড়ানোর আগে অবশ্যই, ইনস্টাগ্রামে ফটো এবং ভিডিও শেয়ার করা শিখতে হবে। আনলিমিটেড ফটো পেতে হলে মোবাইলের প্লে-স্টোর থেকে একটি এপ্লিকেশন ইন্সটল করে নেবেন। ফলোয়ার্সদের এনগেজ করে রাখতে নিয়ম করে ফটো এবং ভিডিও শেয়ার করতে হবে। আপনার শেয়ার করা ফটো এবং ভিডিও মানুষ পছন্দ করলে আপনা থেকেই ফলোয়ার্স বাড়তে থাকবে।
৪/ অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতো ইনস্টাগ্রামেও হ্যাশ ট্যাগের গুরুত্ব যথেষ্ট। তাই সঠিক ভাবে হ্যাশ ট্যাগের ব্যবহার গুলি শিখে নিতে হবে। আনলিমিটেড ট্রেন্ডিং হ্যাশ ট্যাগের কালেকশন পেতে হলে মোবাইলের প্লে -স্টোরে থেকে এপ্লিকেশন ইনস্টল করে নিতে পারেন। হ্যাশ ট্যাগের সঠিক ব্যবহারে ফলোয়ার্স বাড়তে থাকবে।
৫/ অন্যকে ফলো করে এবং ফলো ব্যাক নিয়ে দ্রুত ফলোয়ার্স বাড়িয়ে নিতে পারবেন।এই পদ্ধতি ব্যবহার করে টার্গেটেড ফলোয়ার্স বাড়িয়ে নিতে পারবেন।
৬/ ব্লু টিক্ লাগানো একাউন্ট গুলিকে ফলো করা স্টার্ট করতে হবে। প্রতিদিন নিয়ম করে কম করে ৫০ টি একাউন্ট ফলো করবেন। যারা আপনাকে ফলো করবে তাদেরকে অব্যশই ফলো ব্যাক দেবেন। তাতে করে আপনার ফলোয়ার্স আপনাকে উন্ফল্লও করে দেওয়ার প্রবণতা কমবে।
৭/ ইনস্টাগ্রামের সার্চ বক্সে ইনস্টাগ্রাম লিখে সার্চ করুন। সার্চ রেজাল্টে ইনস্টাগ্রামের যে একাউন্ট দেখতে পাবেন সেই একাউন্টটি বার বার ফলো এবং আনফলো করুন। এই কাজ বার বার করলে সঙ্গে সঙ্গে ফলোয়ার্স বাড়তে থাকবে। যারা আপনাকে ফলো করবে তাদেরকে অবশ্যই ফলো ব্যাক দিন। এই কাজটি যদি মোবাইল করেন তাহলে মোবাইলের প্লে -স্টোরে থেকে অটোমেটিক রোবটিক ক্লীকার এপ্লিকেশন ইনস্টল করে নিন তাতে করে আপনার কাজ অনেক সহজ হয়ে যাবে।
৮/ যখন কোনো ফটো বা ভিডিও শেয়ার করবেন হ্যাশ ট্যাগ ছাড়াও বিভিন্ন জনের ফেমাস একাউন্ট এবং একটিভ একাউন্ট-এর ইউজার নামের আগে এট দা রেট (@) টাইপ করে ট্যাগ করে দিন তাতে করে আপনি যাদের ইউজের নাম ব্যবহার করলেন তাদের কাছে একটি নোটিফিকেশন চলে যাবে এবং তারা আপনাকে ফলো করে পারে। এইভাবেও আনলিমিটেড ফলোয়ার্স বাড়িয়ে নিতে পারবেন।
ওপরে আলোচিত সমস্ত পদ্ধতি গুলি নিয়ম করে ব্যবহার করেন আগামী একমাসের মধ্যে আপনিও ইন্সটা ফেমাস অর্থাৎ ইনস্টাগ্রামে জন্যপ্রিয় হতে পারেন খুব সহজে কোনো রকম টাকা খরচ না করে সম্পূর্ণ ফ্রীতেই।
0 Comments