How To Do Whats-app Marketing/কিভাবে হোয়াটসএপ মার্কেটিং করবেন
![]() |
Whats-app Marketing |
টার্গেটেড হোয়াটসএপ নম্বর কিভাবে কালেকশন করবেন ?
1/ প্রথমে মোবাইল থেকে প্লে-স্টোর ওপেন করুন। প্লে-স্টোরের সার্চ বক্সে হোয়াটসএপ গ্রুপ লিখে সার্চ করুন। সার্চ করার সঙ্গে সঙ্গে অনোকগুলি এপ্লিকেশন দেখতে পাবেন। এই অপ্প্লিকেশনগুলির মধ্যে থেকে যে কোনো একটি এপ্লিকেশন ইনস্টল করে নিন। এপ্লিকেশন ইনস্টল কমপ্লিট হয়ে গেলে ওপেন করুন। ওপেন করার পর অনেকগুলি হোয়াটসএপ গ্রুপ দেখতে পাবেন এবং সার্চ বাক্স দেখতে পাবেন। এরপর আপনি যে বিষয় নিয়ে হোয়াটসএপ মার্কেটিং (Whats-app Marketing) করবেন সার্চ বক্সে সাি অনুযায়ী গ্রুপ সার্চ করে যোগদান করে নেবেন। গ্রুপে যোগদান করার পর সেই গ্রুপে আপনার বিজ্ঞপন করতে পারেন অথবা প্রতি নম্বরে বিজ্ঞাপন করতে পারেন। এইভাবে আনলিমিটেড হোয়াটসএপ নম্বর কালেকশন করতে পারবেন।
২/ আপনি নিশ্চই ফেইসবুক ব্যবহার করেন। যদি ফেইসবুক ব্যবহার করে না থাকে তাহলে এখনই একটি ফেইসবুক একাউন্ট তৈরি করে নিন। ফেইসবুক একাউন্ট ওপেন করার পর ওপরে সার্চ বাক্স দেখতে পাবেন। সার্চ বক্সের মধ্যে হোয়াটসএপ গ্রুপ লিখে সার্চ করুন। সার্চ করার পর প্রচুর হোয়াটসএপ গ্রুপ লিংক খুঁজে পাবেন। এরপর আপনার টার্গেটেড গ্রুপগুলিতে জয়েন করে হোয়াটসএপ (Whats-app Marketing) করুন।
৩/ ফেইসবুক টুল কিট ব্যবহার করে ফেইসবুক গ্রুপ থেকে মোবাইল নম্বর কলেশন করুন।অবশ্যই টার্গেটেড গ্রুপ থেকে এরপর হোয়াটসমি বা অন্য টুল ব্যবহার করে চেক করে দেখুন কোন নম্বরে হোয়াটসএপ আছে।এরপর যে নম্বরে হোয়াটসএপ চালু আছে তাদেরকে বিজ্ঞাপন দিয়ে হোয়াটসএপ মার্কেটিং (Whats-app Marketing) করুন।
৪/ এছাড়া বিভিন্ন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে টার্গেটেড হোয়াটসএপ মার্কেটিং (Whats-app Marketing) করতে পারেন।
৫/ আপনি যদি লোকাল বিজনেস করে থাকেন তাহলে অবশ্যই আপনার কাস্টমার-দের হোয়াটসএপ নম্বর কালেকশন করুন এবং খুব সহজেই নিত্য নতুন পণ্যের বিজ্ঞাপন দিন।
ওপরের সমস্ত বিষয় গুলি ভালোভাবে উটিলাইজ করলে খুব ভালো ফলাফল পাবেন তবে মোবাইল নম্বর সেভ না করে কিভাবে হোয়াটসএপ করবেন তা অব্যশই শিখে নেবেন যা হোয়াটসএপ মার্কেটিং (Whats-app Marketing) করতে আপনাকে অনেক অংশে সহযোগিতা করবে।
0 Comments