Instagram Page: How TO Create Instagram Business Page
![]() |
Instagram Page: How TO Create Instagram Business Page |
আশা করি ফেইসবুক পেজ সম্পর্কে আপনার খুব ভালো ধারণা আছে। যদি ধারণা থেকে থাকে তাহলে আপনি নিশ্চই জানেন ফেইসবুক পেজ ক্রিয়েট করার পর ফেইসবুক একাউন্ট-এর মধ্যে আলাদা করে প্লেস তৈরী হয় কিন্তু ইনস্টাগ্রামের ক্ষেত্রে বিষয়টি একটু আলাদা। এইখানে আলাদা করে কোনো প্লেস তৈরী হয় না। ইনস্টাগ্রাম পেজ ক্রিয়েট করা মানে হলো পার্সোনাল একাউন্ট-টিকে বিজনেস একাউন্ট বা পার্সোনাল একাউন্ট-এ বা অন্যান্য প্রয়জনীয় একাউন্ট-এ কনভার্ট করা। এই টিউটোরিয়ালে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করবো কিভাবে ইনস্টাগ্রাম পেজ ক্রিয়েট করতে হয় এবং পেজ ক্রিকেট করার পর সেই পেজটি ফেইসবুক পেজের সঙ্গে কিভাবে যুক্ত করতে হয়।
Instagram Page: How TO Create Instagram Business Page
নিচে বিস্তারিত আলোচনা করা হলো কিভাবে ইনস্টাগ্রাম পেজ ক্রিয়েট করতে হয়। একইভাবে মোবাইল এপ্লিকেশন বা ডেস্কটপের মাধ্যমে ইনস্টাগ্রামে পেজ ক্রিয়েট করা সম্ভব।
১/ সবার প্রথমে ইনস্টাগ্রাম লগ-ইন করে নিন। যদি ইনস্টাগ্রামে একাউন্ট না থাকে তাহলে একটি নিউ একাউন্ট ক্রিয়েট করে নিন।
২/ ইনস্টাগ্রাম ওপেন করার পর হোম বাটন-এ ক্লিক করে দেখুন আপনার ইন্টার ফেজ হোমে আছে কি নেই।
৩/ এখন লক্ষ করে দেখুন ডানদিকের নিচের কোনে প্রোফাইল এডিট বাটন দেখতে পাবেন। প্রোফাইল এডিট বাটনে ক্লিক করে নিন।
৪/ প্রোফাইল এডিট বাটনে ক্লিক করার পর ডান দিকের ওপরের কোন দেখুন থ্রী-লাইন বাটন আছে ক্লিক করে নিতে হবে।
৫/ থ্রী -লাইন বাটনে ক্লিক করার পর অনোকগুলো বাটন দেখতে পাবেন। একেবারে নিচে দিকে সেটিং বাটন দেখতে পাবেন। সেটিং বাটনে ক্লিক করে নিন।
৬/ সেটিং বাটনে ক্লিক করার পর আবার অনেকগুলি বাটন দেখতে পাবেন। একটু স্ক্রল করে দেখুন নিচের দিকে একাউন্ট বাটন দেখতে পাবেন। এখন একাউন্ট বাটনে ক্লিক করে নিন।
৭/ একাউন্ট বাটনে ক্লিক করার পর একদম নিচে দেখুন সুইচ টু বিজনেস একাউন্ট অপসন দেখতে পাবেন। এখন সুইচ টু বিজনেস একাউন্ট অপশনে ক্লিক করে নিন।
৮/ এখন যে ইন্টার-ফেজ দেখতে পাচ্ছেন তার নিচের দিকে কনটিনিউ বাটন দেখতে পাবেন। এই বাটনে ৪ বার ক্লিক করে নিন।
৯/ এখন আপনাকে আপনার ইনস্টাগ্রাম পেজের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। সার্চ বক্সের নিচের দিকে দেখুন বিভিন্ন ধরণের ক্যাটাগরি সাজেস্ট করছে। আপনার পছন্দ মতো ক্যাটাগরি সিলেক্ট করে নিন এবং লক্ষ করে দেখুন আপনি যে ক্যাটাগরি সিলেক্ট করেছেন তার ডান দিকে সবুজ টিক চিহ্ন দেখতে পাবেন। যদি না দেখায় তাহলে ক্যাটাগরি চেঞ্জ করে নিন।
১০/ ক্যাটাগরি সিলেক্ট করার পর নিচে নেক্সট অপশনে ক্লিক করে নিন এবং একটু অপেক্ষা করুন।
১১/ এখন আপনাকে একটি বিজনেস ইমেইল আই.ডি এবং মোবাইল নম্বর টাইপ করে নিচের নেক্সট বাটনে ক্লিক করে নিন। নেক্সট বাটনের নিচে দেখুন কন্টাক্ট অপসন চেঞ্জ করার বাটন দেখতে পাবেন।
১২/ এখন নিচের দিকে দেখুন ডোন্ট কানেক্ট টু ফেইসবুক নাউ অপসন দেখতে পাবেন। এইখানে যদি ক্লিক করেন ফেসবুকে কানেকশন ছাড়াই আপনার ইনস্টাগ্রাম পেজ ক্রিয়েট হয়ে যাবে। এখন আপনার ইনস্টাগ্রাম একাউন্ট চেক করে দেখুন ইনস্টাগ্রাম পেজ ক্রিয়েট সম্পূর্ণ হয়ে গেছে।
Instagram Page: How To Connect Facebook Page
১৩/ আপনি যদি আপনার ইনস্টাগ্রাম পেজটি ফেইসবুক পেজের সঙ্গে কানেক্ট করাতে চান তাহলে ১২ নম্বর অপশনটি বাদ দিন। ডোন্ট কানেক্ট টু ফেইসবুক নাউ অপশনে ক্লিক না করে ওপরে চুজ পেজ অপশনে ক্লিক করে নিন এবং অপেক্ষা করুন লোডিং হতে দিন।
১৪/ এখন আপনার আপনার ফেইসবুক আই-ডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে নিন।
১৫/ লগ-ইন করার পর কন্টিনিউ করে নিন এখন আপনার ফেইসবুক পেজটি দেখতে পাবেন।
১৬/ যদি এই ফেইসবুক পেজের সঙ্গে যুক্ত করতে না চান তাহলে পেজ ক্রিয়েট করে নিন এবং যদি এই পেজের সঙ্গে যুক্ত করতে চান তাহলে নিচের নেক্সট বাটনে ক্লিক করে নিন। এখন চেক করে দেখুন আপনার ইনস্টাগ্রাম পেজটি ফেইসবুক পেজের সঙ্গে যুক্ত হয়ে গেছে।
2 Comments
This comment has been removed by the author.
ReplyDeleteThanks for your valuable information.It helped me a lot to open a Instagram page.
ReplyDelete