How to track Facebook page visitors ?
![]() |
Facebook page visitors |
এই ব্লগে ফেইসবুক প্রোফাইল ভিসিটর্সদের ট্র্যাক করার জন্য মোবাইল এবং ডেস্কটপ ভার্সন দুটো নিয়ে আলোচনা করেছিলাম। কিন্তু ফেইসবুক পেজ ভিসিটর্সদের খুঁজে বের করার জন্য মোবাইলে কোনো পদ্ধতি নেই ,তাই আপনাকে অবশ্যই ডেস্কটপ ব্যবহার করতে হবে। অর্থাৎ এই টিউটোরিয়ালে আলোচনা করবো কভাবে ডেস্কটপের মাধ্যমে ফেইসবুক পেজ ভিসিটর্সদের ট্র্যাক করবেন।
How to track who visits your Facebook page ?
১/ প্রথমে আপনার ডেস্কটপ থেকে ফেইসবুক লগ-ইন করে নিতে হবে।
২/ ফেইসবুক লগ-ইন করার পর ফেইসবুক পেজ ওপেন করে নিতে হবে।
৩/ এরপর ডেস্কটপের কার্যারটি পেজ কভার বাদ দিয়ে যেকোনো স্থানে রেখে রাইট মাউসের রাইট বাটন ক্লিক করুন।
৪/ এখন আপনার সামনে যে অপশনগুলি এসেছে নিচের দিকে দেখুন ভিউ পেজ সোর্স ( view page source ) অপসন দেখতে পাবেন ,ক্লিক করে নিন।
৫/ এখন আপনার সামনে অনেক কোডিং চলে আসবে। এইবার আপনাকে Ctrl + F ক্লিক করে নিতে হবে।
৬/ এখন ওপরের দিকে দেখুন টাইপ বাক্স চলে আসবে ,ওখানে একবার ক্লিক করে নিন।
৭/ এখন ওই বক্সের মধ্যে টাইপ করুন initialchatfriendslist এবং এন্টার বাটন ক্লিক করুন।
৮/ এখন লক্ষ করে দেখুন initialchatfriendslist অপশনটি হাইলাইট হয়ে যাবে এবং তার নিচের দিকে আপনার ফেইসবুক পেজ ভিসিটরদের ফেইসবুক আইডি নম্বর দেখতে পাবেন।
৯/ এখন এই আইডি নম্বরগুলি একটি কপি করে নিন।
১০/ কপি করার পর ডেস্কটপ থেকে নিউ ট্যাব নিয়ে নিন।
১১/ নিউ ট্যাব নেয়ার পর সার্চবক্সে ফেইসবুক URL টি টাইপ করুন এবং স্ল্যাশ চিহ্ন ( / ) দিয়ে আইডি নম্বরটি পেস্ট করে দিন।
১২/ এখন এন্টার বাটন ক্লিক করুন অর্থাৎ সার্চ করে দেখুন একজনের ফেইসবুক একাউন্ট দেখতে পাবেন। যে ফেইসবুক ব্যাবহারকারির একাউন্ট দেখতে পাবেন ইনি আপনার ফেইসবুক পেজ ভিসিট করেছিল। এখন আপনি ওনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করতে পারেন।
আসা করি খুব সহজে আপনাকে ফেইসবুক পেজ ব্যবহার কারি ব্যাক্তিকে খুঁজে বেরকরার পদ্ধতি শেখাতে পারলাম। যদি এখনো আপনি বুঝতে না পারেন নিচে দেওয়া ভিডিও দেখে শিখে নিতে পারেন।
0 Comments