How to solved OTP problem ?
![]() |
OTP problem solved |
আমরা অনেক সময়ে মোবাইলের OTP আসা নিয়ে সমস্যায় থাকি। সমস্ত প্রসেসিং ঠিক ভাবে করার পরেও মোবাইল OTP আসে না। এই সমস্যাটি বিভিন্ন সময়ে মোবাইল সার্ভিস প্রোভাইডার থেকে আসলেও কিছু কারণ মোবাইল ডিভাইসের সেটিং-এর জন্য হয়ে থাকে। এই টিউটোরিয়ালে বিস্তারিত আলোচনা করবো মোবাইলের সেই সমস্ত সেটিং-গুলি নিয়ে যে সেটিং গুলি করলে OTP আসতে সহযোগিতা করবে।
সেটিং গুলি নিয়ে আলোচনার আগে যে বিষয়টি জানা দরকার আলাদা আলাদা মোবাইলে আলাদা ভাবে সেটিং গুলি পারে আপনাকে খুঁজে নিতে হবে।
১/ মোবাইলের সেটিং অপশনটি ওপেন করতে হবে।
২/ এখন খুঁজে গুগল অপসন কোথায় আছে ক্লিক করে নিন।
৩/ এখন দেখুন App preview messages অপসন দেখতে পাবেন ক্লিক করে দিন।
৪/ App preview messages অপশনে ক্লিক করার পর একটি বাটন দেখতে পাবেন সেটি অন করে দিন। যদি অন থাকে অফ করে অন করে দিন।
৫/ এখন আপনার সামনে মোবাইল নম্বর টাইপ করার অপসন চলে আসবে এবং টাইপ করে নিন । যে নম্বরটি এন্টার করবেন সেটি আপনার মোবাইল থাকা বাঞ্চনীয়।
৬/ মোবাইল নম্বর টাইপ করার আগে কান্ট্রি সিলেক্ট করে নিন।
৭/ এখন verify বাটনের ওপরে ক্লিক করে নিন এবং অপেক্ষা করুন।
৮/ এখন আপনার মোবাইলে একটি নোটিফিকেশন আসবে এবং একা একাই verify হয়ে যাবে।
৯/ এখন আপনার মোবাইল-টির সুইচ অফ করে অন করে নিন।
ওপরে আলোচিত ডিভাইস সেটিং গুলি করে নিলে মোবাইলে OTP আসার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে।
0 Comments